দামুড়হুদায় চাঁদাবাজি মামলায় চারজনকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। গত রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে আসামিদেরকে গ্রেফতার করা হয়। এতে এজাহারে উল্লেখিত ২নং আসামী সহ ৩ জন অজ্ঞাতনামা আসামী সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার কার্পাসডাঙ্গা পশ্চিমপাড়ার নুর ইসলাম এর ছেলে মোঃ আব্দুর কাদের (৩৫), দলিয়ারপুর গ্রামের মোঃ মনির উদ্দিন এর ছেলে মোঃ জাহিদুল (৩৫), বদনপুর গ্রামের মৃত কাশেম পন্ডিত এর ছেলে মোঃ রেজাউল পন্ডিত (৪৮) এবং দামুড়হুদা দশমী পাড়ার মৃত তৈয়ব আলী মন্ডল এর ছেলে মোঃ শরিফুল আলম (৪০)।
পুলিশ ও এজাহার সুত্রে জানাগেছে, উপজেলার বদনপুর গ্রামের মোঃ নুহু নবীর ছেলে মোঃ সাইদুর রহমান (৪৪) দামুড়হুদা মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামীদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। সাইদুর রহমান পেশায় একজন কৃষক। গত ০২/১১/২০২৪ ইং তারিখে সন্ধ্যা অনুমান ৬ টার সময় এজাহারে উল্লেখিত আসামীরা সহ অজ্ঞাতনামা আসামীরা সাইদুর এর বসত বাড়ীতে এসে সাইদুর এর নিকট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা দাবী করে। আসামীদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামীরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকীসহ বিভিন্ন ধরনের হুমকী দিয়ে বলে যে, “আগামী ০৪ তারিখের মধ্যে চাঁদা দিতে হবে, নইলে তোর খবর আছে”।
এরই ধারাবাহিকতায় গত ০৪/১১/২০২৪ ইং তারিখে দুপুর অনুমান ২টা ৩০ মিনিটের দিকে উল্লেখিত আসামীগণ সহ অজ্ঞাতনামা আসামীরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতাবদ্ধ ভাবে দামুড়হুদা থানাধীন বদনপুর গ্রামের ১নং আসামীর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর সাইদুর রহমান এর পথরোধ করে ১নং আসামী তার নিকট পূর্বের দাবীকৃত চাঁদার ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাইলে সাইদুর দিতে অস্বীকৃতি জানায়।
এতে ক্ষিপ্ত হয়ে ১নং আসামীর হুকুমে ৪নং আসামীর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে সাইদুর এর মাথা লক্ষ্য করে আঘাত করলে সাথে সাথে তার মাথা সরাইয়া নিলে তার বাম কানের পিছন পার্শ্বে কাটা রক্তাক্ত জখম হয়। তখন ১, ২ ও ৩নং আসামী তাদের হাতে থাকা লাঠিশোটা দিয়ে সাইদুরকে এলোপাতাড়ী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। মারপিটের একপর্যায়ে ভিক্টিম রাস্তায় পড়ে গেলে ৫,৬,৭ ও ৮নং আসামী সহ অপরাপর অজ্ঞাতনামা আসামীরা একযোগে তাকে এলোপাতাড়ী কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও বেদনাদায়ক জখম করে। সাইদুর এর ডাকচিৎকারে সেখানে আশেপাশের লোকজন জড়ো হইলে তাদের সম্মুখে আসামীদের দাবীকৃত চাঁদার টাকা না দিলে আসামীরা তাকে প্রাণে শেষ করে দিবে মর্মে হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, চাঁদাবাজি মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।