দামুড়হুদায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গিকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই স্লোগানকে সামনে রেখে” আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়। র্যালী শেষে পরবর্তীতে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল। সভাপতির বক্তব্যে ইউএনও মমতাজ মহল বলেন, জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের প্রবাসী ভাইদের কথা স্বরণ করার দিন। বাংলাদেশের ১৬ কোটি ৫০ লক্ষ জনসংখ্যার মধ্যে থেকে প্রায় ১ কোটি মানুষ প্রবাসে থাকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল তারা যে টাকা বা রেমিট্যান্স পাঠায় যা দিয়ে তাদের পরিবারের সচ্ছলতা ও দেশের সামষ্টিক অর্থনীতির চাকা সচল থাকে। তাদের এই অবদান দেশের অর্থনীতিতে অনস্বীকার্য। সুতরাং দেশে বা বিদেশে আমাদের কোন প্রবাসী ভাই যেন কোন প্রকার হেনেস্থার স্বীকার না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুর রশিদ, সমবায় কর্মকর্তা হারুন অর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, দামুড়হুদা মডেল থানার প্রতিনিধি এস আই মাহাবুল, এনজিও ব্রাক প্রতিনিধি নিজাম উদ্দিন, এনজিও ওয়েভ ফাউন্ডেশন প্রতিনিধি মিরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দরা।