দামুড়হুদায় নারীর প্রতি সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার প্রতিষ্ঠা করা প্রকল্পের চার মাস অন্তর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য, কাজী, ঈমাম ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে। ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানি সংস্থার সহযোগীতায়, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে।
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার বিপ্লব বিশ্বাস। এসময় বাল্য বিবাহ বন্ধে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের ভূমিকা ও কাজীদের করণীয় বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
দীল তৈহিদা পারভীন এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের সচিব শামিম রেজা, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, হাসান আলী, সামসুল ইসলাম, মতিয়ার রহমান, দামুড়হুদা সদর কাজী কুতুব উদ্দিন সহ সকল ইউপি সদস্যগণ।
অনুষ্ঠানটি পরিচালনা করতে সহযোগিতা করেন, পি এফ হালিমা খাতুন ও এ এ হাবিবুর রহমান।