দামুড়হুদায় মাদক বিরোধী অভিযানে কার্পাসডাঙ্গা থেকে ১৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১ জন মহিলাকে আটক করেছে দামুড়হুদা মডেল থানার অন্তগত কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের বন্ধু টেলিকমের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত মহিলা হলো দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের মাঝের পাড়ার বিল্লালের মেয়ে নাসরিন বেগম (৩৫)পুলিশ সুত্রে জানাগেছে, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা মহোদয় ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরের নির্দেশনায় কার্পাসডাঙ্গা ফাঁড়ি ইনচার্জ এস আই এস এম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানের ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা বাজারের বন্ধু টেলিকমের সামনে থেকে নাসরিন বেগমকে অবৈধ মাদকদ্রব্য ১৫ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করে। বর্তমানে তার বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন মহিলাকে অবৈধ মাদকদ্রব্য ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। আজ রবিবার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।