দামুড়হুদায় ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার লটারী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে ১শত ৬৫ আসনের বিপরীতে উপজেলা অডিটোরিয়াম হলে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ ও ভর্তি পরীক্ষার লটারী বাছাই কমিটির সভাপতি মমতাজ মহলের সভাপতিত্বে এই লটারী অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ক, খ এবং গ শাখা মিলে প্রতি শাখায় ৫৫ জন করে মোট আসন সংখ্যা ১শত ৬৫। ভর্তির জন্য আবেদন পড়েছে ১শত ৯৯ জন।এদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ১শত ৬৫ জন ছাত্রীকে লটারীর মাধ্যমে বাছাই করা হয়। বাকি ৩৪ জন জন ছাত্রীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লটারী বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ, সদস্য উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, সদস্য মুক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা ফাহমিদা রহমান, দামুড়হুদা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সহকারি শিক্ষক মিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, এমদাদুল হক, বিপুল কুমার, আবু বক্কর সিদ্দিকসহ ভর্তি ইচ্ছুক আবেদনকারী ছাত্রীদের অভিভাবকবৃন্দ।