দামুড়হুদা উপজেলার কুনিয়াচাঁদপুর মাদ্রাসার সুপার মাওঃ সামসুল আলম (৬০) সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার মোক্তারপুর গ্রামের মাঠে অবস্থিত রেড-২ ইট ভাটার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওঃ সামসুল আলম দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লার গ্রামের মৃত. নিছার উদ্দিন মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, নিজ কর্মস্থল কুনিয়াচাঁদপুর মাদ্রাসা থেকে মোটরসাইকেল যোগে মাওঃ সামসুল আলম বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে বুধবার দুপুর একটার দিকে তিনি মোক্তারপুর রেড-২ ইট ভাটার কাছে পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক্টর তাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিলে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পৃস্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।