দর্শনা চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে ডুগডুগি হাটের নিকটবর্তী স্থানে সৌদিয়ান নামে একটি রিসোর্টের শুভ উদ্বোধন হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৫টায় এ রিসোর্টের উদ্বোধন করেন রিসোর্টের মালিক মতিয়ার রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই কোরান তেলোয়াত করেন, কেরুজ জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ শামসুজ্জোহা আজাদী।
এ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়ার সহ-সভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদার, দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, হাজী জাহিদুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মশিউর রহমান, মাহবুবুল আলম খোকন, ইবকাল হোসেন, শরীফ উদ্দিন, নাহারুল ইসলাম মাষ্টার, লুৎফর রহমান, কুড়ালগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ ও আব্দুল খালেক প্রমুখ।