দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় এক কেজি গাঁজাসহ খোকন নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার সময় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদের দিকনির্দেশনায় কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইমরান হোসেনের নেতৃত্বে এএসআই মসলেম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামস্থ কার্পাসডাঙ্গা হইতে কুতুবপুর গামী বয়রা মোড় নামক তিন রাস্তার মোড়ে যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর অভিমান চালিয়ে এক কেজি গাঁজাসহ হাতে নাতে খোকন নামে একজনকে গ্রেফতার করে।
আটককৃত হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের খতিব মড়লের ছেলে খোকন মিয়া। পরে স্বাক্ষীর উপস্থিতিতে উদ্ধ্যারকৃত মাদকদ্রব্য গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করতঃ আসামী কে পুলিশ হেফাজতে নেয়।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন।আজ বুধবার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।