দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮ বোতল ফেন্সিডিল সহ মমতাজ খাতুন নামে এক জনকে আটক করেছে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ এর দিকনির্দেশনায় শুক্রবার রাত ৮টার দিকে কার্পাসডাঙ্গা বাজার পাড়া গ্রামস্থ আসামির নিজ বসত বাড়ির উঠান থেকে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ আটক করা হয়।
কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ইমরান হোসেন এর নেতৃত্বে এএসআই মসলেম উদ্দিন সহ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা বাজার পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনা করে ১৮ বোতল ফেনসিডিল সহ এক জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা বাজার পাড়ার মোতালেব হোসেনের স্ত্রী মমতাজ খাতুন (৪৫)কে আটক করে পুলিশ। আটককৃত আসামির কাছ থেকে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে আসামির দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে। এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ফেন্সডিল সহ এক জন আটক হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, আগামীকাল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।