দামুড়হুদা কার্পাসডাঙ্গায় সোনালী ‘এজেন্ট ব্যাংকিং’ আউটলেট শুভ উদ্বোধন

দামুড়হুদা কার্পাসডাঙ্গায় সোনালী ব্যাংক লিমিটেডের “এজেন্ট ব্যাংকিং” আউটলেট এর উদ্বোধন করা হয়েছে।

সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে সোমবার সকাল ১০টার সময় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের প্রাণকেন্দ্রে জামাল মার্কেটের ২য় তলায় এ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নাজমুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কাটেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা সদর সার্কেল আনিসুরজ্জামান লালন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ।

স্বাগতম বক্তব্য রাখেন দামুড়হুদা শাখা সোনালী ব্যাংক ম্যানেজার রিপন আহমেদ,রাফিদ সীডস কোম্পানি (প্রাঃ) লিমিটেড এর চেয়ারম্যান জনাব মোস্তাক আহমেদ, কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, আব্দুল সালাম বিশ্বাস, জাহিদুল ইসলাম মুকুল, আওয়ামী লীগের নেতা ফয়সাল, আওয়ামী লীগের নেতা আশাদুল ইসলাম, দামুড়হুদা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ, এছাড়া সোনালী এজেন্ট ব্যাংকিং পরিচালনায় উপস্থিত ছিলেন মোছাঃ শাহানাজ ইয়ামিন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি মাহফুজুর রহমান মঞ্জু তিনি বলেন, বঙ্গবন্ধুর দেওয়া নাম সোনালী ব্যাংক। তার স্বপ্নের সেই ব্যাংকের সেবা সব শ্রেনির মানুষের মাঝে পৌঁছে দিতে চাই। দেশের যেকোন ব্যাংকের চেয়ে সোনালী ব্যাংক এগিয়ে। এবার গ্রামের সাধারণ মানুষের দোড়গোড়ায় সকল সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক। দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংকের মূল ভিত্তি হল জনগণের আস্থা ও বিশ্বাস যোগ্যতা। গ্রাহকের অর্থের নিরাপত্তা ও সুরক্ষিত রাখতে সোনালী ব্যাংক জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে নামকরণ করা এই প্রতিষ্ঠান শুধুমাত্র ব্যবসায়িক লক্ষ্যেই গড়ে উঠেনি। এটি সরকারি সেবামূলক কাজ দেশ ও জাতির সেবায় কাজ করে যাচ্ছে। সোনালী ব্যাংক আর্থ সামাজিক উন্নয়নসহ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর হাতে গড়া সোনালী ব্যাংকের অবদান নিয়ে আলোচনা করেন এবং সবাইকে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সঙ্গে লেনদেন বজায় রাখতে আহ্বান জানান।