দামুড়হুদার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর এমপি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা, দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন লিটন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাবেক চেয়ারম্যান শাহ মোহা : এনামুল করীম ইনু।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অফিস সহকারী গোলাম ছারোয়ার নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মোখলেছুর রহমান, খোকন আলী, আল মাহমুদ আসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রাজা, রফিকুল ইসলাম, ফারুক হোসেন, মেহেরা খাতুন, নাসরিন সুলতানা, সাইফুল ইসলাম, সাবেক সভাপতি হাজি কুতুব উদ্দিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল মামুন, বিলায়েত হোসেন, সাবিনা আফরোজ, সাবিনা ইয়াসমিন, জিনজিরা খাতুন, নাসরিন সুলতানা, সেলিম উদ্দিন, সহকারী শিক্ষক রেজওয়ান আমিন, আবু সাইদ মো: হাসান, আনছার আলী, শরিফুল ইসলাম, মজিবর রহমান, শাহিন বাদশা, ট্রেড ইন: মহিবুল হক, শ্রী সরল রায়, গণ গ্রন্থাকারিক রুবাইয়া আক্তার, দামুড়হুদা পুলিশের বিশেষ শাখার এনএসআই শহীদ হোসেন, দর্শনা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার।