দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কয়েক দিনের প্রবল বৃষ্টির পানিতে দামুড়হুদা উপজেলার কুুুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের ভিতরের সড়কের উপরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।এতে এলাকার অর্ধশতাধিক পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।
সড়কে চলাচলকারী পথচারীদের চরম ভোগান্তিতে পড়েছে। ওই সড়ক থেকে কিছুদুর এগুতেই ৪০-৫০টি বাড়ি রয়েছে। সেখানে সবাই পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। পাশেই অপরিকল্পিত বাড়ি-ঘর থাকার কারণে পানি কোথাও যাওয়ার ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বাড়ির পশ্চিম পাশে রাস্তায়ও পানি জমে রয়েছে।
ফলে ওই এলাকার আব্দুর রশিদ, টোটন বিশ্বাস, শুকুর আলী, হারুন, মনি বিশ্বাস সদর আলী, আবুল বাশার জানান, বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা নিজ উদ্দ্যেগে পানি নিষ্কাশনের জন্যে পাইপ দিয়ে পানি বের করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি ইন্দনে তা ভেস্তে যায়। বৃষ্টির পানি নীচু এলাকায় যেতে পারে না। ফলে অল্প বৃষ্টির পানিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। অর্ধশতাধিক পরিবার চরম ভোগান্তির শিকার হচ্ছে।
কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শাহ মো: ইনামুল করিম ইনু জানান, সড়কের পাশে অপরিকল্পিতভাবে বাড়ি- ঘর তৈরী করার কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা স্থায়ী সমাধানের জন্যে একটি প্রকল্প হাতে নিয়েছি।
এ দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের নিকট পানি নিষ্কাশনের জন্যে ড্রেনেজে তৈরি করে দেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।