দামুড়হুদা উপজেলার পাটাচোরায় একসঙ্গে একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিয়েছেন শিখা খাতুন নামে এক গৃহবধূ। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি সন্তানের জন্ম দেন। শিখা খাতুন সৌদি প্রবাসি পাটাচোরা গ্রামে হামজার আলীর স্ত্রী।
ভূমিষ্ট হওয়ার পর থেকে তারা তিনজন এবং তাদের মা সুস্থ আছে এমনটিই জানালেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন।
তিনি আরো জানান, আজ একটি বা জমজ নয়, পাটাচোরা গ্রামে হামজার আলীর স্ত্রী শিখা খাতুনের জন্ম দেওয়া একসাথে তিন কন্যা সন্তান দেখতে গেলাম। তার আগেও দুটি কন্যা আাছে। ছয় সেট পোশাক আর কিছু অর্থ সহযোগিতা করলাম। সন্তানের পিতা ভাগ্যের অণ্বেষনে সৌদি পাড়ি জমিয়েছে একমাস আাগে। মায়ের দুধ বাচ্চা দুটির জন্য যথেষ্ট নয়। দরিদ্র পরিবারের জন্য কৌটার দুধ কেনা সম্ভব হচ্ছেনা। কেউ চাইলে সাহায্য করতে পারেন। বাচ্চা এবং প্রসূতী সুস্থ আছে। তাদের জন্ম নিবন্ধনটা সম্পন্ন হয়েছে। রাশিদা, রাফিয়া, রাইশা মেয়েদের নাম রাখার সৌভাগ্য হলো আমার।