দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের তালতলা মাঠ নামক স্থানে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা বন্ধ করে দিলেন দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) কর্মকতা সুদীপ্ত কুমার সিংহ। এই সময় এলাকার চিহিৃত ভূমিদস্যু চাকুলিয়া গ্রামের বকুলের মাটি কাটা ভেকু মেশিন জব্দ করা হয়।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় পীরপুরকুল্লা গ্রামের মৃত আমিন উদ্দিন এর ছেলে শামসুল ঘটক (৫০) ও তার সহযোগী এলাকার চিহ্নিত ভূমিদস্যু চাকুলিয়া গ্রামের দলু টেংরার ছেলে বকুল (৪০) পীরপুরকুল্লা গ্রামের বাঘ পাড়ার তালতলা নামক স্থানে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইট ভাটাই বিক্রি করছে। প্রতি দিন ১০ থেকে ১২ টা গাড়িতে করে মাটি কেটে নিয়ে ইট ভাটায় দেওয়ার সময় গ্রামের রাস্তা ঘাট ভেঙ্গে খানাখন্দে পরিণত করছে এলাকার জনসাধারণের এমন অভিযোগ পেয়ে দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ অতিদ্রুত উক্ত স্থানে অভিযান চালিয়ে একটি এক্সটেভেটার মেশিন জব্দ করেন।
ভূমিদস্যু বকুল ও শামসুল ঘটক কে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। এবং তারা দেখা না করলে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির আলটিমেটাম দেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইব্রাহিম শেখ, ৬নং ওয়ার্ড মেম্বর ইয়াছমিন আক্তারসহ অনেকে। সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত এক্সটে ভেটার মেশিনটি জব্দ করে মেম্বার ইয়াছমিন আক্তার এর হেফাজতে আছে বলে জানা গেছে।