দামুড়হুদার জয়রামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিছরি কারখানা ও ঔষধ ফার্মেসীতে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পবিত্র রমজান ও বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক ও জেলা প্রশাসক মহোদয়ে চুয়াডাঙ্গা এর সার্বিক নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গাতির পাড়া, হাজীপাড়া ও কাঁঠাল তলা বাসস্ট্যান্ড এলাকায় বাজার মনিটরিং ও সচেতনতামুলক কার্যক্রম পরিচালিত হয়।
এসময় মিছরি কারখানা, ফার্মেসি, তরমুজ খোলা ও অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান মনিটরিং করা হয় এবং মনিটরিংকালে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, সকলে সরকারি নির্দেশনা মেনে চলুন সুস্থ থাকেন। সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের হবেন না। নিজে ও পরিবার কে ঝুকিতে ফেলবেন না। লকডাউন বাস্তবায়নে মাঠ প্রশাসন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কার্যের জন্য ০১টি মিছরি তৈরি কারখানা ও ০১টি ফার্মেসিকে সতর্কতামুলক ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।