চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসের উদ্যেগে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে তিনদিন ব্যাপি ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভোটার হালনাগাদের কার্যক্রম পরিচালিত হয়।
জানাগেছে, ০৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হাউলি ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডে যথাক্রমে ভোটার হালনাগদের কাজ চলবে।
বৃহস্পতিবার ১,২,৩ নং ওয়ার্ডে,শুক্রবার ৪,৫,৬ নং ওয়ার্ডে ও শনিবার ৭,৮,৯ নং ওয়ার্ডে ভোটার হালনাগাদের কাজ চলবে ভোটার হালনাগাদের প্রথমদিনেই পুরুষ ৪ শত ১৭জন ও মহিলা ৩ শত ৫৫ জনকে ভোটার তালিকার জন্য লিপিবদ্ধ হয়।
জেলা নির্বাচন অফিসের আওতাধীন অস্থায়ী নিয়োগে উক্ত ভোটার হালনাগাদ কার্যক্রমে টিম লিডার মিজানুর রহমানের তত্ত্বাবধানে ৮ জনের একটা টিম নিয়ে চলছে নতুন ভোটার হালনাগাদ।
সার্বিক সহযোগিতা করেন হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, সচিব নাঈম উদ্দীনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা।
কার্যক্রমে অংশ গ্রহণ করেন আশিকুর রহমান, সাওদা, ইকবাল, রকিবুল, ইকরামুল, ইয়ামিন, রাশেদ, প্রিন্স।