দামুড়হুদা উপজেলায় ইজিবাইক শ্রমিকরা মানববন্ধন করেছে। দামুড়হুদা উপজেলার ইজিবাইক চুয়াডাঙ্গা শহরে বাস-মালিক সমিতির শ্রমিকরা প্রবেশ করতে না দেওয়ায় এই মানববন্ধন করে তারা।
গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় দামুড়হুদা ফুটবল মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলার ইজিবাইক শ্রমিকরা তাদেরকে চুয়াডাঙ্গা শহরে ইজিবাইক চালানোর অনুমতি দেওয়ার জন্য একদাবি আদায়ে এই মানববন্ধন করে।
ইজিবাইক চালক ইব্রাহিম (২৫) বলেন, দীর্ঘ মাস ২ আমাদের কে শহরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শহরের মধ্যে প্রবেশ করতে না পারায় আমাদের ঠিক মত ভাড়া হচ্ছে না। যে কারণে আমি ইজিবাইক মালিককে টাকা পরিশোধ করে আমার সংসার চালাতে পারছি না।
যে কারণে আমার পরিবার নিয়ে আমি খুব কষ্টে দিন পার করছি। দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গার যাওয়ার জন্য এক যাত্রী রবিউল (২০) বলেন, ইজিবাইক ধর্মঘট ডাকায় অনেকক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। কিন্তু গাড়ি পাচ্ছি না, ইজিবাইক চালকদের দীর্ঘদিন চুয়াডাঙ্গা শহরে ঢুকতে না দেওয়ায় বাসে আমাদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়, যা আমাদের জন্য অসুবিধা জনক। আমরা চাই দ্রুত এর সমাধান হোক।
ইজিবাইক শ্রমিকদের এই ধর্মঘট সম্পর্কে জানতে চাইলে দামুড়হুদা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, আমি কিছুক্ষণ আগে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি তাদের দাবি দাওয়া সম্পর্কে খোঁজ-খবর নিয়ে ডিসি স্যারের সাথে কথা বলে দ্রুত এর সমাধান করব।