দামুড়হুদায় ২০২৩ – ২০২৪ অর্থ বছরে খরিপ ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন (উফশী) ও গ্রীষ্মকালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও বালাই নাশক বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা চত্বরে কৃষি অফিসের সামনে উপজেলার মোট ৮৫০ জন কৃষকের মধ্যে সার বীজ কীটনাশক বিতরণ করা হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল কবীর ইউসুফ, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-সাবা, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার সোহরাব হোসেন, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, লিপ্টন বাদশা, মকুল হোসেন সহ কৃষি অফিসারের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার ৭৩০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডেপ, ১০ কেজি করে পটাশ সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও ১২০ জন জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ১ কেজি এনকে ফিফটি থ্রী বিএডিসি জাতের বীজ, ২০ কেজি ডেপ, ২০ কেজি পটাশ সার ও বালাই নাশক বিতরণ করা হয়।