দামুড়হুদা উপজেলার ২০২০-২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ২য় কিস্তির নির্বাচনী এলাকা ভিত্তিক প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
এ সময় প্রধান অতিথি গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর-২ পর্যায় উন্নয়ন) কর্মসূচির আওতায় নির্বাচনী ভিত্তিক নন-সোলার খাতে উপজেলার বিভাজনকৃত প্রায় ২৭ লক্ষ্য টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের সকল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলী, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আঃ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু, জুরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ এনামুল কবির ইনু, নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন, পারকেষ্টপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম, হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন (ভারপ্রাপ্ত)।
টিআর প্রকল্পের আওতায় উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নতুন ঈদগাঁ নির্মাণ, পোতারপাড়া কবরস্থান উন্নয়ন, নতিপোতা মাঝপাড়া মসজিদ উন্নয়ন, দুলালনগর পূর্বপাড়া মসজিদ উন্নয়ন, দুলাল নগর কবরস্থান উন্নয়ন, দুলালনগর খাঁ পাড়া মসজিদ উন্নয়ন, দক্ষিণ চাঁদপুর ঈদগাঁহের প্রাচীন উন্নয়ন, জয়নগর কবরস্থান উন্নয়ন, পরানপুর কবরস্থান উন্নয়ন, কেরুজ দারোয়ান লািন মসজিদ উন্নয়ন, দামুড়হুদা খাঁ পাড়া জামে মসজিদ উন্নয়ন, পুরাতন হাউলি বসতি পাড়া জামে মসজিদ উন্নয়ন, চারুলিয়া বিদ্যালয়ের শহিদ মিনার নির্মাণ, জগন্নাথপুর খ্রিস্টান কবরস্থান উন্নয়ন, চারুলিয়া শেখ পাড়া জামে মসজিদ উন্নয়ন, চারুলিয়া নয়নার চারা জামে মসজিদ উন্নয়ন, চারুলিয়া মাঠপাড়া জামে মসজিদ উন্নয়ন, চারুলিয়া নাটুদহ জামে মসজিদ উন্নয়ন, ঠাকুরপুর আল হেলালা হাফিজিয়া মাদ্রাসা উন্নয়ন, বুইচিতলা হাফিজিয়া মাদ্রাসা উন্নয়ন, জয়রামপুর চায়ের দোকান দারুস সালাম মাদ্রাসা উন্নয়ন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ উন্নয়ন, কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজ উন্নয়ন, ঈশ্বরচন্দ্রপুর জামে মসজিদ উন্নয়ন, আমডাঙ্গা জামে মসজিদ উন্নয়ন, পারকৃষ্টপুর ঈদগাঁ ময়দান উন্নয়ন, বড়বলদিয়া শেখ পাড়া মসজিদ উন্নয়ন, মদনা হাফিজিয়া মাদ্রাসা উন্নয়ন, করিমপুর তালিমুল কুরআন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং উন্নয়ন, মুক্তারপুর পুরাতন জামে মসজিদ উন্নয়ন, দামুড়হুদা উপজেলা অফিসার্স ক্লাব উন্নয়ন, ডিসি ইকো পার্ক উন্নয়ন, উপজেলার ভিতরের মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে সাইকেল ষ্ট্যান্ড নির্মাণ, ছুটিপুর ও পোতারপাড়া গ্রামের রাস্তা মেরামতের প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ২৬ লক্ষ্য ৫৭ হাজার ৬৬৬ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।