চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা সাইকেল চুরির অপবাদ দেয়ায় আব্দুল খালেক (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
এসময় তার কিশোর ছেলে সোহেল রানা (১১) কে মারধর করা হয়েছে। আহত পিতা-পুত্রকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল খালেকের মাথার ক্ষতস্থানে ৫-৭ টি সেলাই প্রদান করেন।
মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামে এঘটনা ঘটে। পুলিশ এঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, একই এলাকার জামাত আলীর স্ত্রী তুছরা বেগম (৩২) ও তার ছেলে শরিফ (২২)।
আহতরা হলেন, বড় দুধপাতিলা গ্রামের বসতিপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (৭৫), ও তার ছেলে সোহেল রানা (১১)।
আহতের স্বজনদের দাবি, এক সপ্তাহ পূর্বে আব্দুল খালেকের বাড়ি থেকে দুটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। গোপন সুত্রে জানতে পারে ওই সাইকেল দুটি এলাকার শরিফ চুরি করেছে।
মঙ্গলবার দুপুরে চুরির ব্যাপারে শরিফের নিকট জানতে চাই আব্দুল খালেক। এতে শরিফের পরিবারের সদস্যদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় আব্দুল খালেকের।
একপর্যায়ে বৃদ্ধ আব্দুল খালেককে বেধড়ক মারপিট করে পরিবারের অন্যান্য সদস্যরা এবং কোদাল দিয়ে মাথায় কোপ দেয় শরিফ। বাবাকে মারধর করতে দেখে কিশোর ছেলে সোহেল রানা প্রতিবাদ করলে তাকেও বেধড়ক মারধর করে তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
এদিকে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস আহত দুজনের অবস্থা শঙ্কামুক্ত। বৃদ্ধ খালেকের মাথায় ধারালো অস্ত্রের জখমের চিহৃ আছে। সেখানে ৫-৭ টা সেলাই প্রদান করা হয়েছে। এছাড়াও কিশোর সোহেল রানার শরীরসহ তার অন্ডকোষে আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।