দেশব্যাপী জাতীয় কর্মসূচির অংশ হিসেবে দামুড়হুদায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে শিশুর মুখে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল তুলে দিয়ে কর্মসূচির আনিষ্ঠানিক উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হেলেনা আক্তার নিপা।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিন, এএসএম ফারুক আহমেদসহ প্রমূখ।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হেলেনা আক্তার নিপা জানান, উপজেলার ১৬৯ টি কেন্দ্র থেকে ৬-১১ মাস বয়সী ৩৭১০ জন শিশুকে ১ লাখ পাওয়ারের একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২৭৩০১ জন শিশুকে ২ লাখ পাওয়ারের একটি করে লাল রঙের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলার পারকৃষ্ণপুর-মদনা, মেমনগর উপস্বাস্থ্য কেন্দ্র, কার্পাসডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্রসহ উপজেলার ১০ টি কেন্দ্র পরিদর্শন করেন তিনি।