দামুড়হুদায় তছিম মানবকল্যাণ ফাউন্ডেশন এর কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজের পরে আনুষ্ঠানিক ভাবে সংস্থাটির উপজেলার সদাবরি কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মোঃ তছিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: ওয়ায়েছ কুরুনী।
দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের সদাবরি গ্রামে প্রতিষ্ঠিত তছিম মানবকল্যাণ ফাউন্ডেশনের ৪ বছরের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এটি একটি মানবিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি দশটি নীতি নির্ধারণের উপরে প্রতিষ্ঠিত। ৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। ২০১৬ সালে সংগঠনটি প্রথম ঢাকায় প্রতিষ্ঠিত হয়। পরে দামুড়হুদায় স্থানান্তরিত করে কার্যক্রম পরিচালনা করা হয়। ১৩/০৭/২৩ ইং তারিখে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি নতুন করে পূর্ণাঙ্গ কমিটি করেন এবং গতকাল শুক্রবার জুম্মার নামাজের পরে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির সদাবরি কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন।
কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন ৭ জন। তারা হলেন মোঃ কামাল উদ্দীন (চেয়ারম্যান),শাহ মোঃ এনামুল করিম ইনু (সাবেক চেয়ারম্যান), মোঃ আব্দুল মালেক (বিশিষ্ট সমাজসেবক), মোঃ আরজুল্লাহ বিশ্বাস (সাবেক ইউ.পি সদস্য), মোঃ আব্দুর রব (সাবেক ইউ.পি. সদস্য), মোঃ জয়নাল আবেদীন এবং মোঃ আহসান উল্লাহ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মোছাঃ সানিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, কোষাধক্ষ্য মোঃ রিপন হোসেন (খাঁ), দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইয়াসির সারাফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক জুবায়ের রহমান প্রমূখ।
দামুড়হুদায় তছিম মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার মো: তছিম উদ্দিন বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনটি সেবা ও মানবকল্যানমুখী কর্মকান্ডে সবসময় সক্রিয় থাকবে মর্মে আমি আশা করি। সংগঠনটি সুনিদির্ষ্ট কতগুলো লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে। যার কারণে সকলেই স্বাচ্ছন্দ্যভাবে এখানে কাজ করতে পারবেন। সকলের আন্তরিক সহযোগিতা একান্ত ভাবে কাম্য।