দামুড়হুদায় নিহত গোলাম মোর্তোজার স্মরণে প্রস্তুাবিত নির্ধারিত জমিতে এতিমখানা নির্মাণের জন্য জমি দান করেছেন নিহতের পিতা হাজী আব্দুল মান্নান তরফদার।
এতিমখানা নির্মাণে সংরক্ষিত জমিটির স্থান নির্ধারণের পর জমিটিতে বসানো সাইনবোর্ডটি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি লক্ষ্য করা গেছে। দ্রুত প্রকৃত দুর্বৃত্তদের কে চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়সহ সচেতন মহল।
জানা গেছে, গত শনিবার দামুড়হুদা উপজেলা সদরের মাথাভাঙ্গা নদী সংলগ্ন স্থানে নিহত গোলাম মোর্তোজার স্মরণে ৭ শতক মূল্যবান জমি দান করেন নিহতের পিতা হাজী আব্দুল মান্নান তরফদার।
রবিবার এতিমখানা জন্য দান করা জমিটি পারিবারিক ভাবে দেখার জন্য গেলে হাজী আব্দুল মান্নান তরফদার এর বড় ছেলে দেখেন এতিমখানা নির্মাণের নির্ধারিত জমিতে বসানো সাইনবোর্ডটি কে বা কাহারা ভেঙে তুলে ফেলেছে।
এ বিষয়ে জমি দানকারী হাজী আব্দুল মান্নান তরফদার এর সাথে কথা বললে তিনি অশ্রুসিক্ত কন্ঠে বলেন, আমার ছোট ছেলে গোলাম মোর্তোজা গত বছরে মৃত্যুবরণ করেন। আমার ছেলের স্মরণে আমি আমার ৭ শতক জমি এতিমখানার নির্মাণের জন্য নিধারিত করি।
স্থানীয়সহ ক একজন এতিম বাচ্চাসহ গত শনিবার দোয়া অনুষ্ঠান করে জমিটির নির্ধারিত স্থানে সাইনবোর্ড বসানো হয়েছিলো।
তবে রবিবার এতিমখানার উল্লেখিত জমিটি দেখার জন্য গেলে দেখা যায় জমিটিতে বসানো সাইনবোর্ডটি কে বা কাহারা ভেঙে ফেলেছে। আমার ছেলের স্মরণে এতিমখানা নির্মাণ করতেও যদি বাধা সৃষ্টি করেছে এর চাইতে আমার কাছে আর দুঃখ জনক ঘটনা কিছুই হতে পারে না।
আমার জানা মতে আমার ছেলে সমাজের ছোট বড় সকলের সাথে মিলে মিশে থাকতেন, সে কারো কোন ক্ষতি করনি। আজকে তার স্মরণে এতিমখানা নির্মাণ করা হবে তাতেও বাঁধা দিতে চাইছে কারা জানিনা।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের কে হেদায়েত দান করুক। অতি দ্রুতই কমিটি গঠন পূর্বক উল্লেখিত জমিটি হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, নিহত গোলাম মোর্তোজার স্মরণে এতিমখানা নির্মাণের জন্য নিহতের পিতা উপজেলা সদরের মাথাভাঙা ব্রিজ সংলগ্ন ৭শতক জমিতে ছেলের নামে এতিমখানা তৈরির জন্য জমি দান করেন।
জমি দানের পর গত শনিবার নির্ধারিত স্থানটিতে এতিম সহ স্থানীয়দের উপস্থিততে জমিটিতে সাইনবোর্ড বসিয়ে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় এতিম সহ উপস্থিত ছিলেন, নিহত গোলাম মোর্তোজার পিতা হাজী আব্দুল মান্নান, বড় ভাই মোস্তফা আহমেদ, হাফিজুর রহমান, তাজ উদ্দিন, জাহিদ হোসেন, সন্টু, মুয়াজ্জেস।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আশরাফুল ইসলাম এ বিষয়ে আজ দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।