দামুড়হুদা উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের বাস্তবায়নে উপকার ভোগীদের মাঝে বিভিন্ন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, গতকাল সকালে দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু সিআইসি’র ২৪ জন সদস্যের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মশিউর রহমান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী প্রমুখ।