দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নে মঙ্গলবার বিকাল ৩ টা সময় অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা, কাবিটা ২য় পর্যায়, কর্মসূচির প্রকল্প কাজের পরিদর্শন করলেন ইউএনও রোকসানা মিতা।
দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি পশ্চিম পাড়া রাস্তা ও ধান্যঘরা পূর্ব পাড়া রাস্তার ফ্ল্যাট সলিং এবং বুইচিতলা কমিউনিটি ক্লিনিক প্রাংগনে মাটি ভরাট প্রকল্প কাজ সরেজমিনে পরিদর্শন করেন নির্মাণমাধীন প্রকল্পের কাজের পরিদর্শন করলেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।এসময় উপস্থিত ছিলেন কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, পিআইও, মিজানুর রহমান।
অপরদিকে চলমান রাস্তার কাবিখা কাবিটা গ্রামীন অবকাঠামো উন্নয়ন মাটি ভরাট সংস্কার রাস্তার ফ্ল্যাট সলিং অন্তর্ভুক্ত রাস্তাতার কাজের উন্নত মানের ইট বালি সরবরাহ করা সহ দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।এছাড়া প্রকল্পের কাজের মান সন্তোষজনক।
সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, বর্ষা মৌসুমে জনগনের চলাচল সহ যে কোন সমস্যা আমরা দ্রুুততার সাথে সমাধান করবো। বর্তমান সরকারের অঙ্গিকার বাস্তবায়নে আমরা সকল সময় নিরলস ভাবে কাজ করে চলেছি।