দামুড়হুদা মডেল থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি ও ২ জন সন্দেহ ব্যাক্তিকে আটক করেন।
আটকৃতরা হলো আশরাফ হোসেন,লিটন মিয়া,আব্দুল মালেক,আব্দুল খালেক,স্বপন মিয়া,সাকিব মিয়া,হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন, ও রাজু।
গতকাল বুধবার রাতে বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সঞ্জিত কুমার মন্ডল, এস আই তৌহিদুর রহমান শেখ, এ এস আই দিরাজ,এ এস আই আব্দুর গাফ্ফার শেখ, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সি আর, জি আর মামলার আসামী জয়রামপুর গ্রামের ছবের আলীর ছেলে আশরাফ, কলাবাড়ি রামনগর গ্রামের ফকির চাঁদের ছেলে লিটন মিয়া,কাদিপুর গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল খালেক, আব্দুল মালেকের ছেলে স্বপন মিয়া, আঃ মালে’র ছেলে সাকিব মিয়া, মুন্সিপাড়ার আশাদুল হকের ছেলে হাফিজুর রহমান, মৃত রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম, মৃত আনছার আলীর ছেলে মুরশিদ আলী, বারিক আলীর ছেলে সাইফুল ইসলাম, পিরপুরের মৃত তাহের বিশ্বাসের ছেেলে বিল্লাল হোসেন, জয়রামপুর হাজীপাড়ার আঃ রাজ্জাকের ছেলে রাজুকে আটক করেন।
আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে সৌর্পদ করেন পুলিশ।