দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে” এবং এবারের স্লোগান ছিল “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: করিম বিশ্বাস, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু প্রমূখ।