শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এই শ্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মনিরুজ্জামান।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার ইপসি, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) আরিফুল ইসলাম, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সাজিদ হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, যুগ্ন সম্পাদক শেখ হাতেম, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ সন্জু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু বলেন, পবিত্র কোরআন শরিফে বাবার চেয়ে মায়ের অধিকার দেয়া হয়েছে তিনগুণ। সুতরাং সন্তানের জন্য মায়ের বিকল্প নেই। মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক অভিহিত করে তিনি আরও বলেন, বিষ্ণুপুরের একটি মা ৪টা সন্তান জন্ম দিয়েছেন। শত কষ্টকে বুকে চেপে মা আনন্দে উদ্দেলিত হয়ে হাসছে-খেলছে। এক কথায় মায়ের ঋণ কখনও শোধ করা যায় না।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান। সার্বিক সহযোগিতায় ছিলেন অফিস সহকারী সুমন ও সাথি খাতুন।