দামুড়হুদায় ইব্রাহীমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর শেখ ইন্তেকাল করেছেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার বিকাল ৪ টার সময় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে ইব্রাহিমপুর স্কুল মাঠে গার্ড অব অর্নার প্রদান এর মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর শেখ উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর স্কুল পাড়ার মৃত আফসার শেখ এর ছেলে।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রামবাসী উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর শেখ ইন্তেকাল করেছেন এমন খবর শুনে দামুড়হুদা উপজেলা প্রশাসন দ্রুত সময়ের মধ্যে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকস টিমের মাধ্যমে গার্ড অব অর্নার প্রদান করেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর শেখ এর দাফন কার্য সম্পন্ন করা হয়।