দামুড়হুদায় ভাত রান্না করতে দেরি হওয়ায় সোনিয়া খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে তারই দুই দেবরের বিরুদ্ধে। আহত সোনিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্বত্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেন।
তকাল সোমবার সকাল ১০ টার দিকে মাধবপাড়ার শ্বশুর বাড়িতে এঘটনা ঘটে। আহত সোনিয়া খাতুন দামুড়হুদা উপজেলার হাউলী গ্রামের মাধবপাড়ার মামুন হোসেনের স্ত্রী। অভিযুক্ত দুই দেবরকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আহত সোনিয়া অভিযোগ করে বলেন, সকালে ভাত রান্না করতে দেরি হওয়ায় দুই দেবর তারেক (২২) ও জিয়া (২৫) দুইজনের সঙ্গে কথা কাটাকাটি হয় আমার, কথা কাটাকাটির এক পর্যায়ে কিল ঘুষি মারতে থাকে আমার, এবং একপর্যায়ে হাসুয়া দিয়ে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায়।
পরে পরিবারের অন্যান্য সদস্যরা এসে আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল্লাহ সেলিম বলেন সোনিয়ার দুই দেবরের সাথে কথা কাটাকাটি হাওয়াই দুই দেবর মিলে এলোপাতাড়ি কুপিয়েছে শুনেছি, সোনিয়া এখন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক সাদিয়া আরিজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে সাদিয়ার পিঠে যখম ও ডান হাতে রোগ কেটে গেছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নতি চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করা হয়েছে।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ভাত রান্না করতে দেরি হওয়ায় ভাবিকে কুপিয়ে জখম করেছে দুই দেবর। ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো পর্যন্ত অভিযোগ না পেলেও অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।