অস্বাস্যকর পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দামুড়হুদার মদনায় দুটি বেকারিতে জরিমানা আদায় করেছেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ।
আজ রবিবার দুপুর দুইটার দিকে দামুড়হুদার পারকষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা বাজারের জনতা ও ভাই ভাই বেকারিতে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষন কর্মকর্তারা। দুটি বেকারিতেই অস্বাস্যকর পরিবেশ ও প্রয়াজনীয় কাগজপত্র না থাকার অপরাধে জরিমানা আদায় করা হয়।
দামুড়হুদা উপজলা সনটারি ইন্সেপেক্টর আনিসুর রহমান জানান, মদনা বাজারের জনতা বেকারিতে ৬ হাজার ও ভাই ভাই বেকারিতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে সতর্ক বার্তা দেওয়া হয়েছে পরিস্কার পরিছন্ন পরিবেশের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের প্রয়াজনীয় কাগজপত্র করে নেওয়ার জন্য। অন্যথায় পরবর্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন দর্শনা থানার এএসআই মারুফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।