চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন সরকার সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদার ওদুদ শাহ কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান এসআই মিল্টন।
দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির জানান, রাত সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে এসআই মিল্টন সরকার দামুড়হুদা থেকে দর্শনার দিকে যাচ্ছিলেন। ওদুদ শাহ কলেজের সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে তিনি ঘটনাস্থলে নিহত হন।
নিহত মিল্টন সরকারের বাড়ি বরিশাল বিভাগে। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেওয়া হয়েছে।
মেপ্র/আরপি