দামুড়হুদায় ১৪ দিনের কঠোর লকডাউনে দ্বিতীয় দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ এ অভিযান পরিচালনা করেন।
শনিবার বিজিবি ও দর্শনা থানার পুলিশসহ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গা- কুড়ালগাছী-প্রতাপপুর-রুদ্রনগর-সদাবরী-পারকেষ্টপুর-মদনা-দর্শনা-হাউলী রেলগেট- লোকনাথপুর- জয়রামপুর হয়ে দামুড়হুদা পর্যন্ত লকডাউন বাস্তবায়ন ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বিনা প্রয়োজনে রাস্তায় বেড় হওয়া, চায়ের দোকানে আড্ডা দেওয়া, বিনা প্রয়োজনে মুজিবনগর থেকে বেড়াতে আসা,বিনা মাস্কে ঘুরে বেড়ানো, বিজিবি থামতে বলার পর ও মোটরসাইকেল নিয়ে চলে যাওয়া সহ বিভিন্ন অপরাধে ১৯ জনকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯,সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় ১২,১০০ টাকা জরিমানা করা হয়।
দর্শনা ঈশ্বরচন্দ্রপুর তিন রাস্তার মোড়ে গাজা সেবন করায় একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারানুসারে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।ও ৬ জনকে ৪ ঘন্টা আটকাদেশ দেওয়া হয়। ১৬ জনকে পিতামাতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ বলেন, দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী এলাকাগুলোতে, ব্যাপক হারে দেখা দিয়েছে করোনার উপসর্গ, আতঙ্কিত হয়ে পড়েছে সচেতন মহল , সাধারণত এসময় করোনার বিষয়ে আমাদের সবাই কে সজাগ থাকবে হবে, মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে।
বাইরে চলাচলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে কঠোর হবে প্রশাসন। সর্বোচ্চ সতর্কতা নিতে হবে। অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের হবেন না। নিজে ও পরিবার সুস্থ রাখতে সরকারের দেওয়া সকল নির্দেশনা মেনে চলুন। লকডাউন বাস্তবায়নে প্রশাসন কে সহযোগিতা করুন।