দামুড়হুদায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি মামলায় ১০ জনের অর্থদন্ড প্রদান করেছেন মেবাইল কোর্টের বিচারক সুদীপ্ত কুমার সিংহ।
আদালত সূত্রে জানা গেছে, রবিবার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্য’র সমন্বয়ে উপজেলার বিভিন্ন স্থানে দেশব্যাপী লকডাউন বাস্তবায়নে তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মেবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।
মেবাইল কোর্ট পরিচালনা কালে দেখা গেছে, বিয়ের উৎসব শেষ করে মাইক্রোবাসে জীবননগর এর আন্দুলবাড়িয়া থেকে দামুড়হুদার গোপালপুর গ্রামে যাচ্ছেন। আবার অনেকেই পরিবার নিয়ে ঘুরছেন। অনেকেই বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, অনেকেই আবার মুুখে
মাস্ক নেই ইত্যাদি সহ বিভিন্ন অপরাধে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় ৮ টি মামলায় ১০ জনকে ৯ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন।