চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী শ্যামপুর মাঠে ভারতীয় শূকরের কামড়ে মিন্টু মিয়া (৩৫) নামের এক কৃষক রক্তাক্ত জখম হয়েছে।
পরে স্থানীয় কৃষকরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শুক্রবার বেলা ১১ টার দিকে শ্যমপুর বড়দাড়ী মাঠে এ ঘটনা ঘটে।
মিন্টু মিয়া জানান, বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী শ্যমপুর বড়দাড়ী মাঠে ভুট্টার জমিতে ঘাস কাটতে যায়। এ সময় ৩/৪ টি ভারতীয় বুনো শূকর আমাকে ধরে কামড়াতে থাকে। এ সময় আমার চিৎকারে আসেপাশের কয়েক জন কৃষক আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমার শরীরের ৭ টি স্থানে শূকর কামড়ে গোস্ত তুলে নিয়েছে।
কৃষক আব্দুস ছালাম জানান, প্রতি রাতে ও দিনে ভারতীয় সীমান্তের তার কাঁটার নিকট অবস্থানরত বুনো শূকর বাংলাদেশের দর্শনা নিমতলী, ঈশ্বরচন্দ্রপুর, শ্যমপুর, জয়নাগর, সুলতানপু, নাস্তিপুর, কামারপাড়া ও বড়বলদিয়া সীমান্তবর্তী মাঠে প্রবেশ করছে। গ্রামের শত শত বিঘা ভুট্টার জমিতে প্রায় শতাধিক ভারতীয় শূকর দলবন্ধ ভাবে এসে ভুট্টাক্ষেতের ভুট্টা গাছ ভেঙ্গে দিয়ে ভুট্টা খেয়ে যাচ্ছে। বিষয়টি বারবার কৃষি বিভাগকে জানালে তারা কো ব্যবস্থা নেইনি। এবার চাষীরা ব্যপক ভুট্টা ক্ষতিগ্রস্থ হবে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি উপ-সহকারী অফিসার কাজী ইয়াসির আরাফাত বলেন, কৃষকরা আমাকে বিষয়টি জানিয়েছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।