দামুড়হুদায় সরকারী গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি রেলগেট ও দর্শনার কালিদাসপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও গৃহহীনদের মাঝে বরাদ্দ দেওয়া ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
এসময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, সরকারি গৃহ নির্মাণ কাজে কোনো রকম অনিয়ম দূর্নীতি সহ্য করা যাবে না। যদি কেই এ গৃহ নির্মাণ কাজে অনিয়ম ও দূর্নীতির আশ্রয় নেই তাকে কঠোর আইনের আওতায় আনা হবে। এবং সার্বক্ষণিক এ গৃহ নির্মাণ কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
এসকল গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন কালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ইঞ্জিনিয়ার খালিদ হোসেন, দামুড়হুদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলী প্রমুখ।