দামুড়হুদায় সেভেন স্টার ফুটবল লীগের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে চিৎলা-গোবিন্দহুদা ফুটবল একাদশ বনাম বদনপুর বন্ধু সংঘের মাঝে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলাটিতে নির্ধারিত সময়ে কোন দল গোল না করতে না পারার পরবর্তীতে খেলাটি ট্রাইবেকারে চলে যায়।
ট্রাইবেকারে ২-০ গোলে চিৎলা-গোবিন্দহুদা ফুটবল একাদশ জয়ী হয়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন চিৎলা-গোবিন্দহুদা ফুটবল একাদশের শিলন। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারের অর্থিক সহযোগিতা করেন দামুড়হুদা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শমশের আলি ও ক্রীড়াপ্রেমী শহিদুল ইসলাম।
অতিথি থেকে পুরস্কার প্রদান করেন দামুড়হুদা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক মেহেরপুর প্রতিদিনের সাংবাদিক মোঃ হাবিবুর রহমান হাবীব, দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক এম আই মিরাজ, দামুড়হুদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ আলি, সাবেক মেম্বার ইকরামুল হক, ক্রীড়াপ্রেমী জাকির হোসেন, আশাদুল হক। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সহিদ আজম সদু।