দামুড়হুদায় ১৪ সেপ্টেম্বর-২০২৩ স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভা কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক, উপজেলা পাট অফিসার রিয়াজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, হাউলী ইউপি সচিব নাঈম উদ্দিন সহ উপজেলার সকল ইউপি সচিব, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৮,১৯,২০ এই তিন দিন উপজেলা চত্বরে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।