দামুড়হুদায় প্রায় ৩৭ কোটি টাকা ব্যায়ে লোকনাথপুর টু কার্পাসডাঙ্গা ভায়া সুবলপুর ফেরিঘাট এবং দামুড়হুদা টু লক্ষীপুর হাঁট সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।
আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় দামুড়হুদা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে রাস্তার শুভ উদ্বোধন কালে এমপি আলী আজগার টগর বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই রাস্তাটা হবে পাথরের রাস্তা। রাস্তাটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের খুবই উপকার হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন। যার ফলস্বরূপ পাথরের রাস্তা নির্মাণ করা হচ্ছে। আমাদের জনম কেটে যাবে তার পরেও রাস্তার কিছু হবেনা। সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহাম্মেদ সোনা, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ূব আলী স্বপন, হাউলী ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক রাসেল আহাম্মেদ, যুগ্ম আহবায়ক রায়হানুল ইসলাম রায়হান সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধনীতে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমান হাফেজ মাঃ মোঃ মামুনুর রশীদ।