“ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান” স্লোগানে দামুড়হুদায় হেলথ এসিস্ট্যান্টদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১০টা থেকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যোন্ট দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে কর্মবিরতিতে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি আবুল হোসেন, আসমত আরা, সাধারণ সম্পাদক আজহার আলি, যুগ্ন-সাধারণ সম্পাদক ওয়ালিদুর রহমান, মরিয়ম নেছা, সহ সম্পাদক তারিক আজিজ, খালেদা খাতুন।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, অর্থ সম্পাদক শামীম খান, দফতর সম্পাদক হাসানুর রহমান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ, সাংস্কৃতি ও বিনোদন বিষয়ক সম্পাদক সজীব হোসেন, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সমবায় ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রমজান আলি, ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, স্বাস্থ্য সেবা বিষয়ক সম্পাদক ছমির উদ্দিন, সদস্য রাশিদুল ইসলাম, মখলেছুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় দামুড়হদা উপজেলা শাখার নেতৃবৃন্দরা বলেন যতদিন আমাদের দাবী আদায় না হবে ততদিন আমরা কর্মবিরতি অব্যাহত রাখব।