দামুড়হুদায় কাগজপত্র বিহিন মোটরসাইকেল চালানোর অপরাধে ২৭ জনকে ১৩ হাজার ৩ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস। সোমবার দিনভর অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যান আদালত সূত্র থেকে জানাযায়, দামুড়হুদার কার্পাসডাঙ্গা সড়কের মুক্তারপুর সংলগ্ন ঈদগাহ মোড়ে আদালত বসিয়ে মোটর সাইকেল চালানো অবস্থায় হেলমেট ব্যবহার না করার অপরাধে অর্ধশত মোটর সাইকেল আটক করা হয়। এর মধ্যে অ্যাডভোকেট, মাস্টার ও সাংবাদিক এবং রাজনৈতিক কর্মীরাও বাদ পড়েননি। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) ধারা মোতাবেক ২৭ জন চালককে ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার একটি চৌকস টিম।