বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় দারিদ্র মানুষের জন্য কতো কিছুই বরাদ্দ রেখেছেন, কতো সুযোগ সুবিধা দিয়েছেন মানুষের কল্যাণে যা সারাদেশের হাজার হাজার অসহায় মানুষ সুফল ভোগ করছেন। রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তৃর্ণমূল পর্যায়ে অসহায় দারিদ্র মানুষের কল্যাণে কাজ করেই চলেছেন, তবু চোখের অন্তরালে, আড়ালে থেকে যায় অনেক আসমানীদের মতো মানুষ, ঠিক তেমনই এক আসমানীদের আবিষ্কার করলে আমাদের দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
বৃহস্পতিবার কার্পাসডাঙ্গা মিশন পাড়ায় এক জরাজীর্ণ কুঠিরের সন্ধান পেয়ে তাদের পাশে দাঁড়ালেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, তিনি যে মহানুভবতার আইকন তা আবারো প্রমান করলেন।
উক্ত বিষয়টি নিয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান তাঁর ফেসবুক পেইজে একটি আবেগঘন স্ট্যাটাস দেন যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
স্ট্যাটাস টা হুবহু তুলে ধরা হলোঃ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তলে আসমানিরা থাকে বছর ধরে।
পল্লীকবি জসিম উদ্দিন এর আসমানী কবিতার বাস্তব প্রতিফলন যেন ডলি মন্ডল, স্বামী: তুফান মন্ডল, মিশনপাড়া, কার্পাসডাঙ্গা এর জীবন। একটি জীর্ণ মাটির ঘরে কোনও রকমে কেটে যায় তার জীবন। যে ঘরটি একটু হাওয়া হলেই নড়বড় করে, একটু বৃষ্টি হলেই পানিতে একাকার হয়ে যায়। বিধবা ডলির ২ছেলে মায়ের সাথে কোন যোগাযোগ রাখেনা। আরেকটি ছেলেকে নিয়ে চলে তার সংসারের শূণ্য তরী।
এরই মধ্যে তাদের একমাত্র মাটির বসত ঘর, ঘরটি অতিবর্ষণে হঠাৎ ভেঙ্গে পড়ে। ঠিক যেনো আসমানির ঘর। হতদরিদ্র ডলি খাতুন যেন দিশেহারা, আতঙ্কিত……ঠিক এসময় তার প্রতিবেশী আমাকে তাদের দুর্দশার কথা অবগত করেন। তাদের অবস্থা বিবেচনায় তাৎক্ষণিক ২ বান্ডিল টিন এবং ছয় হাজার টাকা দেওয়া হলো।
উন্নতির এত ছোঁয়া আমাদের জীবনের সর্বত্র অথচ আমাদের মাঝে এখনো ধুঁকে ধুঁকে বেঁচে আছে “আসমানিরা”। তারা জানেও না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কতটা অগ্রাধিকার দেন, তাদের জন্য রয়েছে কত সরকারী সুযোগ সুবিধা। আজ তাদেরকে সরকারী এই সহায়তা পৌঁছে দিতে পেরে নিজের কাছেই স্বস্তি লাগছে। ডলির পরিবারের জন্য রইলো অনেক শুভ কামনা।
এব্যাপারে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, আমি মানুষের কল্যানে সকল সময় পাশে থাকতে চাই, বাংলাদেশের যেখানেই দায়িত্ব পালন করবো সেখানেই সরকার থেকে সকল বরাদ্দের সঠিক ব্যাবহার করতে আমি অঙ্গিকারাবদ্ধ। সকলের সহযোগিতায় আমার উপর অর্পিত রাষ্টের সকল দায়িত্ব সঠিক ভাবে পালন করতে চায়। আমি সকলের ভালবাসা, দোয়া ও আশীর্বাদ নিয়ে পথ চলতে চেষ্টা করি, আল্লাহ আমাকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন।