দামুড়হুদা উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাচনে নির্বচিত চারটি ইউনিয়নে নির্বাচিতদের মাঝে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২য় ধাপে উপজেলার চারটি ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার নবনির্বাচিত সদস্যদের মাঝে এ শপথ বাক্য পাঠ করান।শপথ গ্রহণ অনুষ্ঠানে চারটি ইউনিয়নে মহিলা আসনের ১২ ও পুরুষ আসনের ৩৬ জন শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে এ শপথ বাক্য পাঠ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, নির্বাচন অফিসার ইসহাক, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফর কবরী গণমাধ্যমকর্মী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
উল্লেখ্য, গতকাল সকাল ১১ টার দিকে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানগণদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নে হয়রত আলী (আওয়ামীলীগ), জুড়ানপুর ইউনিয়নে সোহরাব হোসেন ( আওয়ামী লীগ), কার্পাসডাঙ্গা ইউনিয়নে আব্দুল করিম ( স্বতন্ত্র) ও কুড়ালগাছি ইউনিয়নের কামাল উদ্দিন ( স্বতন্ত্র) কে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে জেলার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।