দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজন মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
গতকাল বেলা ১১ টার সময় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলী মুনছুর বাবু, প্রধান অতিথি বলেন মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১ উদযাপন উপলক্ষে আমরা ব্যাপকতার সাথে পালন করবো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি ডিজিটাল, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে, আজ সারা বিশ্বে বাংলাদেশ ও বাঙালী জাতিকে মানুষ চেনে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মাতৃভাষা বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করিয়েছেন।
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১ উদযাপন উপলক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, দামুড়হুদা উপজেলা প্রশাসন সহ সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বীরমুক্তিযোদ্ধা, এনজিও, প্রেসক্লাব, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সর্বসাধারণের উপস্থিতিতে দামুড়হুদা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোছাঃ সাহিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হেনা মোঃ জামাল শুভ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা মহিলা কর্মকর্তা হোসনে আরা ববি, উপজেলা সমবায় অফিসার মোঃ হারুন-অর-রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, দর্শনা থানা অফিসার ইনচার্জ এম লুৎফুল কবীর, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক) বীরমুক্তিযোদ্ধা আছির উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা তমছের আলী, দামুড়হুদা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, সাংবাদিক হাবিবুর রহমান, আলী আজগর সোনা, হাবিবুর রহমান হাবীব, শমসের আলী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী সহ স্থানীয় সুধী মহল।