গোদ রোগ যত্ন নিলে বিকলাঙ্গতা থেকে মুক্তি মেলে এ স্লোগান কে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় এ সভা অনুষ্ঠিত হয়। যৌথভাবে বাস্তবায়নকারী লেপ্রা বাংলাদেশ, ফাই লেরিযানিট নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ, ক্ষুদে ডাক্তার কার্যক্রম, রোগ নিযন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, আর্থিক ও কারিগরী সহায়তায় অ্যাসেভ প্রকল্প ইউকেএইউ আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ।