দামুড়হুদায় বর্নিল সাজে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দামুড়হুদা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির জমকালো আয়োজনে শুভ উদ্বোধন হয়েছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টার সময় দামুড়হুদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলা মানুষের দেহ সুস্থ রাখে, মন রাখে প্রফুল্ল। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। ফুটবল খেলা আমাদের প্রানের খেলা। আমাদের এই উপজেলায় অনেক বর্ষীয়ান খেলোয়াড় রয়েছে। খেলায় হারজিত থাকবে। সেটা সবাইকে মেনে নিতে হয়। সর্বপরি এত সুন্দর একটা ফুটবল খেলার আয়োজন করায় খেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন দামুড়হুদা স্টার ক্লাব বনাম চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। খেলার নির্দিষ্ট সময় পরে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমিকে ২-০গোলে হারিয়ে জয়ী হয় দামুড়হুদা স্টার ক্লাব।
দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার (ওসি) অপারেশন শফিউল আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী মো: আব্দুল কাদির, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, আওয়ামীলীগনেতা আমজাদ হোসেন, মোমিনুল ইসলাম মোমিন,ইমতিয়াজ হোসেন, সিরাজুল ইসলাম, আবুল হাশেম, শমসের আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টু।
উদ্বোধনী খেলার শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জহুরুল ইসলাম। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন যশোর থেকে আগত সাইফুল ইসলাম, সহকারী রেফারি ছিলেন বসির আহাম্মেদ ও মেহেদী হাসান এবং ৪র্থ রেফারি ছিলেন মাসুদুর রহমান। খেলার ধারাভাষ্যকার ছিলেন শিক্ষক মুস্তাফিজুর রহমান ও শামীম খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী।