জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা শাখার পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানকে অশ্রুসজল চোখে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার বিকাল ৪ টার সময় দামুড়হুদা উপজেলা পরিষদ কার্যালয়ে ক্রেষ্ট প্রদানের মধ্যমে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবীর নেতৃত্বে “এক যায় এক আসে দুনিয়ার রীতি, মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি” এই স্লোগানকে সামনে রেখে, হাজারো গোলাপ, জুঁই, রজনীগন্ধার পাঁপড়িতে অশ্রু ভেজা নয়নে, ভালবাসায় সিক্ত দামুড়হুদা উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার দিলারা রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করতে যেয়ে উপস্থিত সাংবাদিকদের মাঝে অশ্রুসজল চোখে আবেগঘন মূহুর্তের বিদায় সংবর্ধনা সকলকেই কাঁদিয়েছে।
উল্লেখ্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে এর আগেও অনেকে দায়িত্ব পালন করেছেন, বিদায় নিয়েছেন, আবার নতুনের আবির্ভাব হয়েছে। কিন্তু বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান তাঁর কর্মদক্ষতা, দেশাত্মবোধকতা, মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, যা দামুড়হুদা উপজেলার সকল রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সকল শ্রেণীর মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে নাম লিখিয়ে গেলেন, তিনি দেখিয়ে গেলেন একজন প্রশাসনিক কর্মকর্তা (বিসিএস) হয়েও সব শ্রেণীর মানুষের সাথে মিলে মিশে, অসহায়- গরীব- দুঃস্থ, নিপিড়ীত- নির্যাতিত, সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে কিভাবে আপন করে নিতে হয়।
তিনি দেখিয়ে দিলেন সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে কিভাবে সফল করতে হয়। তবে তাঁর এসকল সফল কর্মকান্ডের পেছনে যার মূখ্য অবদান, যার যোগ্য দিকনির্দেশনায় সকল কার্যক্রম সফল করতে সক্ষম হয়েছেন তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়।
তবে দামুড়হুদা উপজেলাবাসী চিরজীবন যার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করবেন তিনি বিদায়ী দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
এসময় দামুড়হুদা উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার দিলারা রহমান সকলের দো’য়া ও আশীর্বাদ নিয়ে পদোন্নতি পাওয়া নতুন কর্মস্থলেও যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন সে কামনা করেছেন।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা শাখা সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম, সহ-সভাপতি আলমগীর আহম্মেদ, সাধারন সম্পাদক রাকিবুল হাসান তোতা, রায়হান উদ্দিন রানা, মেহেদী হাসান শাওন, আব্দুর রহমান, জিল্লুর রহমান লিপন, জাহাঙ্গীর আলম মানিক, আনারুল ইসলাম, আলমগীর হোসেন, আরাফাত হোসেন, আসাবুল আলম, নাহিদ হাসান, গোলাম মর্তুজা মিন্টু, হেলাল উদ্দীন, আব্দুল্লাহ, বকুল আহাম্মেদ, মাসাদুর রহমান, সোহাগ শাহ্ সহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টিভি সাংবাদিক প্রমুখ।