দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা ডি এস দাখিল মাদ্রাসার সভাপতি সেলিম উদ্দিন বগার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো আলি আজগার টগর, বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, চুয়াডাঙ্গা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফজলুর রহমান, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মমিনুল ইসলাম মনির, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন মাস্টার,
দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলি, ডি এস দাখিল মাদ্রাসার সুপার মাও.আজিজুল হক, সহ-সুপার জয়নাল আবেদিন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সভাপতি সুবাহান মন্ডল, সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য ইছা খাঁ, দামুড়হুদা সদর ইউপি সদস্য মুনছুর আলি।
আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার জমিদাতার সন্তান আশরাফুল আলম, মনিরুজ্জামান মনিরসহ মাদ্রাসার শিক্ষক গণ।
চুয়াডাঙ্গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার ৯৬১ টাকা চুক্তিমূল্যে মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করবেন।