দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২১পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় রবিবার ভোর ৪টার দিকে চিৎলা গ্রাম থেকে ২১পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির এর নেতৃত্বে এসআই মঞ্জুরুল হক সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা মডেল থানাধীন চিৎলা কদমতলা সাঈদের মটর সাইকেল গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে ২১পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের সুজন আলীর ছেলে সাকিল আহম্মেদ (২২) ও গোবিন্দহুদা গ্রামের বাবু শেখের ছেলে আজিজুল শেখ (৩২)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।