দামুড়হুদা থানা ফারিয়া‘র উদ্যেগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা থানা ফারিয়া‘র সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি।
আজ বৃহস্পতিবার বেলা ৫ টার দিকে দামুড়হুদা থানা ফারিয়া‘র আয়োজনে ক্যাফে রুপকথা হাউজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রবিত্র কোরআন তেলোয়াত করেন দামুড়হুদা মডেল থানার ইমাম হাফেজ মুফতি মাওলানা মামুনুর রশীদ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি অপেরেশন শফিউল আলম, বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আ স ম দুদু ইসলাম, যুগ্নসাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন, দামুড়হুদা মডেল থানার এস আই শেখর চন্দ্র মল্লিক, এস আই তাপস কুমার, এসময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা ফারিয়ার সহসভাপতি গৌতম চন্দ্র মন্ডল দামুড়হুদা থানা ফারিয়ার অর্থ সম্পাদক ডালিম উদ্দীন, ক্রীড়া সম্পাদক আসাদুসজ্জামান আসাদ, সদস্য আবুবক্কর, ইমরান, আব্দুল খালেক, নয়ন, সোহেল, সাইদুরজামান, ফিরোজ, খুসবু, মেহেদী, ওমর ফারুক, রানাসহ দামুড়হুদা থানা ফারিয়ার সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন দামুড়হুদা থানা ফারিয়ার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা থানা ফারিয়া যুগ্নসাধারণ সম্পাদক সাইদ উর রহমান।
প্রধান অতিথি দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি বলেন, এমন সন্দুর পরিবেশের একটি অনুষ্ঠানে সকলের সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লেগেছে।সকল ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আছে বলেই আমরা যখন যে ওষুধ প্রয়োজন তখন সেই ওষুধ সংগ্রহ করতে পারছি।আপনারা মন খুলে কাজ করুন যে কোন সুবিধা অসুবিধা আমাকে প্রয়োজন মনে করলে আমি আপনাদের পাশে সব সময় আছি ইনশাআল্লাহ।
দামুড়হুদা থানা ফারিয়া‘র সভাপতি মোজাম্মেল হক বলেন, আমাদের আমন্ত্রণে আপনারা এসে আমাদের আনুষ্ঠানটিকে ধন্য করেছেন। আর আমাদের আশা সবার সঙ্গে সৌর্হাদ্যপৃর্ণ ব্যবহারের মার্ধ্যমে যেন কাজ করতে পারি তার জন্য দোয়া করবেন।